Wellcome to National Portal
Main Comtent Skiped

খুলনা জেলা কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম।কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না।সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে। 


এক নজরে
‘‘এক নজরে খুলনা জেলা কারাগার’’
 
 কারাগার স্থাপনাঃ স্থাপিত-১৯১২ খ্রিঃ।
 
 জমির পরিমানঃ 
                      ক) কারাগারের অভ্যন্তরে- ৩.০৮ একর
                       খ) কারাগারের বাহির -   ১.৬৩ একর 
                                        মোট= ৫.৩৩ একর
 
কারাগারের সংক্ষিপ্ত ইতিহাসঃ               
 
১৯১২ সালে ভৈরব নদের তীর ঘেষে ৬.৩০ একর জমির উপর খুলনা জেলা কারাগারটি স্থাপিত হয়। শুরুতে মাত্র ০২ (দুই)টি পুরুষ ওয়ার্ড ও ০১ (এক)টি মহিলা ওয়ার্ড নিয়ে এর যাত্রা শুরু হয় এবং সময়ের বিবর্তনে পর্যায়ক্রমে এটি স¤প্রসারিত হয়। যতদূর জানা যায় বিভিন্ন অব্যবস্থাপনার কারণে ও বন্দিদের কিছু কিছু যৌক্তিক/অযৌক্তিক দাবীতে ১৯৮০ সালে খুলনা জেলা কারাগারে ভয়াবহ বন্দি বিদ্রোহ হয়। ঐ বন্দি বিদ্রোহ দমন করতে গিয়ে প্রায় ৫০/৬০ জন বন্দি নিহত হয়। তবে ইতোমধ্যে কারাগারটির অবকাঠামোগত অবস্থার ও সার্বিক ব্যবস্থাপনার অনেক উন্নতি সাধিত হয়েছে। কালের বিবর্তনে কারাগারের বন্দি ধারণ ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এর ধারণ ক্ষমতা পুরুষ-৫৯০ জন ও মহিলা ১৮ জন। বর্তমানে কারাগারটিকে কেন্দ্রীয় কারাগারে উন্নীতকরণের প্রস্তাবনা রয়েছে। সে লক্ষে জনবলের পদও সৃজন করা হয়েছে।
 
কারাগারের ধারণ ক্ষমতাঃ
                            ক) পুরুষ- ৫৯০ জন
                             খ) মহিলা-  ১৮ জন
                                 মোট=৬০৮ জন