Wellcome to National Portal
Main Comtent Skiped
Welcome to Khulna District Jail, Khulna information portal.

At a Glance
‘‘এক নজরে খুলনা জেলা কারাগার’’
 
 কারাগার স্থাপনাঃ স্থাপিত-১৯১২ খ্রিঃ।
 
 জমির পরিমানঃ 
                      ক) কারাগারের অভ্যন্তরে- ৩.০৮ একর
                       খ) কারাগারের বাহির -   ১.৬৩ একর 
                                        মোট= ৫.৩৩ একর
 
কারাগারের সংক্ষিপ্ত ইতিহাসঃ               
 
১৯১২ সালে ভৈরব নদের তীর ঘেষে ৬.৩০ একর জমির উপর খুলনা জেলা কারাগারটি স্থাপিত হয়। শুরুতে মাত্র ০২ (দুই)টি পুরুষ ওয়ার্ড ও ০১ (এক)টি মহিলা ওয়ার্ড নিয়ে এর যাত্রা শুরু হয় এবং সময়ের বিবর্তনে পর্যায়ক্রমে এটি স¤প্রসারিত হয়। যতদূর জানা যায় বিভিন্ন অব্যবস্থাপনার কারণে ও বন্দিদের কিছু কিছু যৌক্তিক/অযৌক্তিক দাবীতে ১৯৮০ সালে খুলনা জেলা কারাগারে ভয়াবহ বন্দি বিদ্রোহ হয়। ঐ বন্দি বিদ্রোহ দমন করতে গিয়ে প্রায় ৫০/৬০ জন বন্দি নিহত হয়। তবে ইতোমধ্যে কারাগারটির অবকাঠামোগত অবস্থার ও সার্বিক ব্যবস্থাপনার অনেক উন্নতি সাধিত হয়েছে। কালের বিবর্তনে কারাগারের বন্দি ধারণ ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এর ধারণ ক্ষমতা পুরুষ-৫৯০ জন ও মহিলা ১৮ জন। বর্তমানে কারাগারটিকে কেন্দ্রীয় কারাগারে উন্নীতকরণের প্রস্তাবনা রয়েছে। সে লক্ষে জনবলের পদও সৃজন করা হয়েছে।
 
কারাগারের ধারণ ক্ষমতাঃ
                            ক) পুরুষ- ৫৯০ জন
                             খ) মহিলা-  ১৮ জন
                                 মোট=৬০৮ জন